জাপানি ভাষা শেখার সহজ উপায়

জাপান যাবেন? তাহলে জেনে নিন জাপানি ভাষা শেখার সহজ উপায় কাজ অথবা পড়াশোনার জন্য জাপানে যেতে হলে সর্বপ্রথম আপানকে জাপানি ভাষা শিখতেই হবে।

জাপানি ভাষা, বা “নিহোঙ্গো” (日本語), জাপানের রাষ্ট্রীয় ভাষা। এটি একটি তুলনামূলক কঠিন ভাষা কারণ এর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন লিপি ব্যবহৃত হয়, কাঞ্জি হীরাগানা এবং কাতাকানা। কাঞ্জি চিনা ভাষা থেকে এসেছে এটি মূলত শব্দের অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার হয়, হীরাগানা এবং কতকানা হচ্ছে জাপানি লিপি। হিরাগানা জাপানি শব্দ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার হয় এবং কাতাকানা বিদেশি কোন শব্দ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

জাপানি ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর ব্যবহারের ভিন্নতা, আপনি যদি বড় কারো সাথে কথা বলতে চান তাহলে একরকম শব্দ  ব্যবহার করতে হবে এবং বন্ধু-বান্ধবের সাথে কথাবার্তার জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করতে হবে যা একটি আরেকটি থেকে অনেকটাই আলাদা। এই জন্য জাপানি ভাষা একটি অন্যতম কঠিন ভাষা বলা হয়, কিন্তু এই ভাষা আয়ত্ব করার অনেক মাধ্যম রয়েছে আজকে আমরা জাপানি ভাষা শেখার সহজ উপায় শিখবো যাতে করে খুব সহজেই আমরা জাপানি ভাষা আয়ত্বে আনতে পারি, চলুন শুরু করি।

জাপানি ভাষা শেখার সহজ উপায়

আমরা অনেকেই জাপানি ভাষা শিখতে ভয় পায় অথবা শিখার মাঝ পথে হাল ছেড়ে দেই কারণ আমরা জানি না কিভাবে আমাদের শুরু করা উচিত, জাপানি ভাষার লেভেল হচ্ছে পাঁচটি  N5, N4, N3, N2, N1 নতুন হিসেবে অবশ্যই আমাদের N5 থেকে শুরু করতে হবে এবং পর্যায়ক্রমে লেভেল আপ করতে হবে। ঘরে বসেই আমরা বিভিন্ন অনলাইন কোর্স অথবা ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই জাপানি ভাষা শিখা শুরু করতে পারি, গুগলে সার্চ করে সহজেই খুঁজে পেতে পারেন এইসব অ্যাপস।

আরও পড়ুন:  আমাদের মাধ্যমে জাপানি ভাষা কোর্স করে জাপান যেতে  চান? তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন

জাপানি ভাষা সহজে শেখার আরেকটি উপায় হচ্ছে জাপানি ভাষার বই, মিন্নানো নিহঙ্গ একটি বই যেখানে খুব সহজ ভাষায় জাপানি ভাষা সম্পর্কে ব্যাখ্যা করা আছে আপনি এই বইটি সংগ্রহ করে জাপানি ভাষা শেখা শুরু করে দিতে পারেন। জাপানি ভাষা শেখার সহজ উপায় এর মধ্যে আরেকটি হচ্ছে জাপানি মুভি এবং অ্যানিমেশন দেখা, জাপানের অ্যানিমেশন পৃথিবী জুড়ে বিখ্যাত আপনি বই পড়ার পাশাপাশি নিয়মিত জাপানি ভাষার এনিমে দেখার চেষ্টা করবেন তাহলে জাপানি ভাষা শোনা এবং বুঝার দক্ষতা তৈরি হবে।জাপানি ভাষা শেখার সহজ উপায় এবং কিভাবে দীর্ঘ সময় মনে রাখবেন নিচে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

আরও পড়ুন:  জাপানে কোন কাজের চাহিদা বেশি? এবং বেতন কত

জাপানি ভাষার বর্ণমালা শেখা

পৃথিবীর সব ভাষা শেখার শুরুতেই বর্ণমালা শেখা প্রয়োজন, জাপানি ভাষার বর্ণমালা দুই ভাগে ভাগ করা যায় হিরাগানা এবং কতাকানা, এই দুটি মিলে মোট ১১২ টি অক্ষর রয়েছে। আমরা আগেই জেনেছি যে হিরাগানা জাপানি শব্দ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কাতাকানা বিদেশি শব্দ তৈরীর ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন: নিজের নাম। আমারা অবশ্যই প্রথমে হিরাগানা উচ্চারণ মুখস্ত করা এবং লিখা শুরু করবো। হিরাগানা উচ্চারণ এবং লিখতে শেখার পরে কাতাকানা শুরু করবো। তারপর পর্যায়ক্রমে শব্দার্থ এবং গ্রামার শেখা শুরু করা উচিত।

জাপানি শব্দার্থ শেখা

শব্দার্থ হচ্ছে যে কোন ভাষা শেখার মূল ভিত্তি কারণ শব্দার্থ এর ভান্ডার যদি আমাদের ছোট হয় তাহলে আমরা কোনভাবেই কথোপকথন করতে পারবো না তাই আমাদের উচিত জাপানি ভাষার শব্দার্থ খুব ভালোভাবে শেখা এবং মনে রাখা। তাহলে জাপানি ভাষা খুব সহজেই শিখতে পারব। শব্দার্থ  দীর্ঘ সময় মনে রাখার জন্য অবশ্যই আমাদের জাপানি ভাষায় বানান করে পড়তে হবে এবং লিখতে হবে। তাহলে আমাদের বর্ণমালার ও প্র্যাকটিস হবে এবং জাপানি ভাষা পড়তে পারার দক্ষতা বাড়বে। প্রতিটা অধ্যায়ের শব্দার্থ এবং গ্রামার পার্টিক্যাল পড়ার পরে সেগুলো দিয়ে নতুন নতুন শব্দ গঠন করতে হবে এবং নিয়মিত লিখতে হবে।

আরও পড়ুন:  আমাদের মাধ্যমে জাপানি ভাষা কোর্স করে জাপান যেতে  চান? তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন

লেখার অভ্যাস করা

জাপানি ভাষা শেখার সহজ উপায় এরমধ্যে অন্যতম একটি কৌশল হচ্ছে লেখার অভ্যাস, আমরা যদি প্রতিদিন জাপানি ভাষা অল্প অল্প করে লেখার অভ্যাস করতে পারি তাহলে আমরা খুব সহজেই জাপানি ভাষা আয়ত্তে আনতে পারব। কি লিখব? জাপানি ভাষা শেখা শুরু করার পর থেকে প্রতিদিন একবার করে হীরাগানা এবং কাতাকানা লিখতে হবে, এর সাথে প্রতিদিন শেখা শব্দার্থ কয়েকবার করে লিখতে হবে, জাপানি ভাষা শিক্ষা বইয়ের মধ্যে যেটাই পড়বেন সেটাই দেখে দেখে হলেও লিখতে হবে তাতে করে আপনার হাতের লিখার জড়তা ভাঙবে।

আরও পড়ুন: সরকারিভাবে জাপান যাওয়ার উপায় এবং কি কি যোগ্যতা প্রয়োজন

জাপানি ভাষায় কথোপকথন

ভাষা শেখার শুরুতেই যদিও কথোপকথন কঠিন মনে হতে পারে কিন্তু জাপানি ভাষা শেখার সহজ উপায় এর মধ্যে এটিও অনেক গুরুত্বপূর্ণ, আপনি যখন কিছু শব্দার্থ শিখবেন এবং বই থেকে কিছু গ্রামার শিখে ফেলবেন তখন আপনার উচিত জাপানি ভাষা শিখছে এমন কোন বন্ধু-বান্ধব অথবা মোবাইলে অ্যাপস এর মাধ্যমে কথোপকথন করা। নিয়মিত জাপানি ভাষায় কথোপকথন করলে আপনার জাপানি শব্দ শুনে বুঝতে পারার দক্ষতা বাড়বে এবং জাপানি ভাষায় কথা বলার দক্ষতা বাড়বে। এতে করে সহজেই জাপানি ভাষা শিখতে এবং মনে রাখতে পারবেন। 

অনলাইন পরীক্ষা

নিয়মিত পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দিতে হবে, অনলাইনে অনেক ওয়েবসাইট অ্যাপস আছে যেখানে ফ্রিতে জাপানি ভাষা পরীক্ষা দেওয়া যায়। আপনি নিয়মিত পড়াশুনার পাশাপাশি সপ্তাহে অন্তত একদিন অনলাইনে পরীক্ষা দেবেন তাহলে নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি কতটুকু শিখলেন এবং কোন বিষয়ে আরো উন্নতি করা দরকার। পরীক্ষায় যেখানে ভুল করবেন সেটা ভালো করে শিখবেন তাহলে ভবিষ্যতে ওই ভুল আর কখনো হবে না। আর আপনার যদি জাপানি ভাষার প্রথম লেভেল পড়াশোনা শেষ হয়ে যায় তাহলে অনলাইন থেকে যে এলপিটি এর কোশ্চেন ডাউনলোড করে প্রিন্ট করে নিজে নিজে সলভ করবেন

আরও পড়ুন:  আমাদের মাধ্যমে জাপানি ভাষা কোর্স করে জাপান যেতে  চান? তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন

জাপানি ভাষা কোর্স

উপরে উল্লেখিত জাপানি ভাষা শেখার উপায় সমূহ পড়েও যদি আপনি জাপানি ভাষা আয়ত্বে আনতে না পারেন তাহলে আপনার উচিত হবে ভালো কোনো জাপানি ভাষা কোর্স ভর্তি হওয়া, কারণ আপনি যদি কোন শিক্ষকের কাছে হাতে কলমে শিখতে পারেন তাহলে শিক্ষক আপনাকে জাপানি ভাষা শেখার সহজ উপায় সম্পর্কে বিস্তারিত বুঝাবে এবং বিভিন্ন টিপস দিবে যাতে করে আপনি দ্রুত সময়ে এবং সহজে জাপানি ভাষা শিখতে পারেন এবং দীর্ঘ সময় মনে রাখতে পারেন। বাংলাদেশে এখন অনেক জাপানি ভাষা শিক্ষা ট্রেনিং সেন্টার আছে তবে ভর্তি হওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে শিক্ষক আপনাকে ট্রেনিং দেবে সে যেন অবশ্যই জাপানি ভাষায় ভালো দক্ষ হয় তা না হলে আপনি যথেষ্ট শিখতে পারবেন না। 

আরও পড়ুন: জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা এবং জাপানে যেতে কত টাকা লাগে


উপসংহার: কাজের উদ্দেশ্যে জাপানে যাওয়ার জন্য জাপানি ভাষা শেখার বিকল্প কিছু নেই তাই অবশ্যই আপনাকে জাপানি ভাষা শিখতে হবে এবং জাপানি ভাষায় কমিউনিকেশন করার মতো দক্ষতা অর্জন করতে হবে। তবে শুরুতে একটু কঠিন মনে হলেও আপনি যখন আস্তে আস্তে জাপানি ভাষা শেখার সমস্ত প্রসেস শিখে যাবেন তখন পর্যায়ক্রমে নিজের উন্নতি বুঝতে পারবেন এবং খুব সহজেই জাপানে ভাষা আয়ত্তে আনতে পারবেন।

যাইহোক, আজকে জাপানি ভাষা শেখার সহজ উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এই পোস্ট থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধবের মাঝে পোস্টটি শেয়ার করুন, আর আপনার যদি আরও কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ সপ্নের জাপান এ যুক্ত হতে পারেন অথবা ইনবক্স করতে পারেন FujiTechBD ফেসবুক পেজে।

FAQ

জাপানের ভাষার নাম কি?

জাপানের ভাষার নাম জাপানি বা নিহোঙ্গো (日本語)।

কেমন আছেন জাপানি ভাষায় কি বলে?

お元気ですか? (Ogenki desu ka?) – আপনি কেমন আছেন?

শুভ সকাল জাপানি ভাষায় কি বলে?

おはようございます (Ohayou gozaimasu) – শুভ সকাল

Leave a Comment