জাপানে কাজ এবং পড়াশোনার জন্য যাওয়ার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে জাপানি ভাষায় দক্ষ হওয়া, তাই জাপান যেতে ইচ্ছুকদের জন্য ফুজিটেক বিডির পক্ষথেকে চালু করা হয়েছে জাপানি ভাষা শিক্ষা কোর্স অফলাইন এবং অনলাইন।
সফল ভাবে কোর্স সম্পূর্ণ করা ছাত্রদের জন্য রয়েছে অল্প খরচে জাপান যাওয়ার সুযোগ, এই কোর্স সম্পর্কে জানতে এবং আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করানোর জন্য নিচের লিংক থেকে এখনই ফ্রী রেজিস্ট্রেশন করুন, আমরা অতি দ্রুত আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানাবো।
জাপানি ভাষা শেখা কেন গুরুত্বপূর্ণ?
জাপান যেতে হলে জাপানি ভাষা শেখা কেন প্রয়োজন? কারণ হলো জাপানিজদের নিজ ভাষার প্রাধান্য দেওয়া, জাপানের মানুষ কখনোই কোন মানুষের সাথে জাপানি ভাষা ছাড়া অন্য কোন ভাষা দিয়ে কথা বলবে না। ধরুন আপনি কাজের ভিসা নিয়ে জাপানে গিয়েছেন এবং আপনার ভাষার লেভেল 0 আপনার বস যখন জাপানি ভাষা দিয়ে আপনাকে কাজ বুঝে দিবে তখন আপনার অবস্থাটা কেমন হবে? যদি আপনি ভাষা না বুঝেন।
শুধু কাজের জন্যই না, আপনার দৈনন্দিন জীবন যাপন এবং প্রয়োজনীয় চিকিত্সা করানোর সময় জাপানি ভাষা জানা না থাকলে পরবেন মহা বিপদে। সবচেয়ে বড় কথা হলো জাপানি ভাষা শিক্ষার সার্টিফিকেট ব্যতীত আপনি জাপানি ভিসাই পাবেন না।
চিন্তার কারণ নেই, ফুজিটেক বিডির জাপানি ভাষা শিক্ষা কোর্সে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহজ ভাবে আপনার পছন্দ মত সময়ে অফলাইন এবং অনলাইন এর মাধ্যমে জাপানি ভাষা শিখানো হবে, যাতে করে আপনি সহজেই জাপানি ভিসা পেতে পারেন এবং জাপানে গিয়ে কাজ করতে পারেন।
আমাদের জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র
আমাদের জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের ঠিকানা, 3 AK গার্ডেন, জহুরুল নগর (আলহেরা মসজিদ সংলগ্ন), বগুড়া। মোবাইল নাম্বার: 01629-467407.
ইমেইল: admin@fujitechbd.com
জাপানি ল্যাংগুয়েজ অনলাইন কোর্স
জাপানি ভাষা অফলাইন কোর্স এর পাশাপাশি আমাদের রয়েছে অনলাইন কোর্স, Zoom এর ভিডিও কলের মাধ্যমে এই কোর্স করানো হয়, এই অনলাইন কোর্সে নিজের সুবিধা মতো সময়ে জাপানি ভাষা শিখতে পারবেন।
কোর্স ফি এবং জাপান ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে উপরের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে আপনার মোবাইল নাম্বার দিন অথবা আমাদের নাম্বার এ ফোন করুন অথবা ইমেইল করুন।
আমাদের কোর্সের ফি সমূহ
আমাদের কোর্সের সুবিধা সমূহ
- আমাদের সকল ক্লাস জাপানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালনা করা হয় তাই এই ক্লাসের মাধ্যমে ছাত্ররা শুধু জাপানি ভাষা ছাড়াও জাপানের জীবন যাপন এবং কর্ম ক্ষেত্র সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে।
- সফলভাবে কোর্স সমাপ্তকরীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
- SSW/Technical Intern হিসেবে জাপানে চাকরির সুযোগ।
- JLPT/NAT-N5, N4 ও JFT পাশের লক্ষে সার্বিক সহযোগিতা প্রদান।
- JLPT/NAT/JFT পরীক্ষার রেজিস্ট্রেশন করার বিষয়ে সহযোগিতা করা হবে তবে রেজিস্ট্রেশন ফি প্রার্থীকে বহন করতে হবে।