লাটভিয়া যেতে কত টাকা লাগে? এবং যে ৩ উপায়ে লাটভিয়া যেতে পারবেন

লাটভিয়া ইউরোপের একটি উন্নত দেশ, বাংলাদেশ থেকে সহজেই এই দেশে যাওয়া যায়, এই পোস্ট থেকে জানতে পারবেন লাটভিয়া যেতে কত টাকা লাগে এবং যে ৩ উপায়ে লাটভিয়া যেতে পারবেন।

লাটভিয়া ইউরোপের উত্তর-পূর্বে অবস্থিত প্রাকৃতিক সুন্দর্যে ঘেরা উন্নত একটি দেশ যার দক্ষিণে লিথুয়ানিয়া, পূর্বে রাশিয়া, উত্তরে এস্তোনিয়া এবং পশ্চিমে বাল্টিক সাগর অবস্থিত। অর্থনীতির দিক দিয়ে বেশ উন্নত এই দেশে কাজের অনেক সুযোগ রয়েছে তাই তো বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের মানুষ লাটভিয়ার উদ্দেশে পরি জমায়। বাংলাদেশ থকে যদিও এই দেশে তেমন বেশি সংখক মানুষ যাওয়ার সুযোগ পায় না তবে বর্তমানে বাংলাদেশীদের জন্য এই দেশে যাওয়া অনেক সহজ,কিন্তু কিভাবে? এটাই আজকে আমাদের আলোচনার বিষয়, এই পোস্ট সম্পূর্ণ পড়ার পর আপনি লাটভিয়া কিভাবে যাওয়া যায় এবং লাটভিয়া যেতে কত টাকা লাগে এই সব ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।

বাংলাদেশ থেকে লাটভিয়া যাওয়ার উপায়

বর্তমানে বাংলাদেশী তরুণ প্রজন্মের বেশি ভাগই উন্নত দেশে উচ্চ বেতনে চাকরি করার ইচ্ছা পোষণ করে সেটা যদি ইউরোপ এর কোন দেশ হয় তাহলে তো কোন কোথায় নেই, বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপ এর বিভিন্ন দেশে যাওয়া যায় এর মধ্যে একটি হচ্ছে লাটভিয়া। 

বাংলাদেশ থেকে ৩ টি উপায়ে লাটভিয়া যাওয়া যায় প্রথম হচ্ছে ভ্রমণ ভিসায় দ্বিতীয়ত হচ্ছে স্টুডেন্ট ভিসায় তৃতীয়ত হচ্ছে কাজের ভিসায়, এসব ভিসায় লাটভিয়া যাওয়ার জন্য ভিসার ধরন হিসাবে বিভিন্ন অঙ্কের টাকা প্রয়োজন হয়। নিচে আমরা জানবো এই ৩ টি উপায়ে ১. ভ্রমণ ভিসা ২. স্টুডেন্ট ভিসা এবং ৩. কাজের ভিসার জন্য লাটভিয়া যেতে কত টাকা লাগে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়? ও ভিসা আবেদন

লাটভিয়া যেতে কত টাকা লাগে

লাটভিয়া একটি সেঞ্জেন ভুক্ত দেশ তাই বাংলাদেশ থেকে লাটভিয়া যাওয়ার যাওয়ার জন্য সেঞ্জেন ভিসা প্রয়োজন হবে। বাংলাদেশে সেঞ্জেন ভিসা ফি ৮ থকে ১০ হাজার টাকা প্রয়োজন হয়। এবং আপনি যদি কোন এজেন্সি এর মাধ্যমে ভিসা প্রসেসিং করেন তাহলে তাদের সার্ভিস চার্জ সহ আরও বেশি টাকা প্রয়োজন হতে পারে। 

তবে বাংলাদেশ থেকে লাটভিয়া যাওয়ার জন্য বর্তমানে বিভিন্ন এজেন্সির দারস্ত হতে হয় এবং সেসব এজেন্সি ব্যাক্তি ভেদে ৮ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে থাকে এই টাকার মধ্যে একজন ব্যাক্তির লাটভিয়া যাওয়া পর্যন্ত সমস্থ খরচ যুক্ত থাকে।

লাটভিয়া স্টুডেন্ট ভিসায় যেতে কত টাকা লাগে

লাটভিয়া উচ্চ শিক্ষার জন্য বেশ ভাল, স্টুডেন্ট ভিসায় লাটভিয়ায় যাওয়ার জন্য প্রথমে আপনাকে এই দেশের কোন বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে আপনার ভর্তির আবেদন অনুমোদন পেলে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ আপনার ভিসা আবেদনের প্রয়োজনীয় নথি আপনার কাছে পাঠাবে আপনি সেই নথি এবং আপনার ব্যক্তিগত সকল কাগজ পত্র যেমন এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সহ ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন। দূতাবাস থেকে ভিসা অনুমোদন পেলে আপনার পসপোর্টে ভিসা লাগিয়ে দেওয়া হবে। 

আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে এই সকল কাজ যদি নিজে করতে কঠিন মনে হয় তাহলে একটি এজেন্সির মাধ্যমে করে নিতে পারেন, এ সকল কাজ সম্পুর্ন করে লাটভিয়া যাওয়া পর্যন্ত আপনার 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

আরও পড়ুন: লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে এবং লুক্সেমবার্গ নাগরিকত্ব পাওয়ার 3 টি উপায়

লাটভিয়া কাজের ভিসা কিভাবে পাওয়া যায়

ইউরোপের দেশ লাটভিয়া চাকরি করতে যাওয়ার জন্য অবশ্যই আপনার কাজের ভিসা প্রয়োজন হবে। কিন্তু কাজের ভিসা পাবেন কিভাবে? চলো জেনে নিই। 

লাতভিয়া কাজের ভিসা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ওই দেশের একটি কোম্পানি কাজের অফার লেটার পেতে হবে, এটি পাওয়ার জন্য আপনি বাংলাদেশের কোন এজেন্সির সাহায্য নিতে পারেন অথবা নিজেই অনলাইনে চাকরির আবেদন করতে পারেন। কোম্পানিতে চাকরির আবেদন করার পর তারা আপনার ইন্টারভিউ নেবে এবং আপনি যদি নির্বাচিত হন তাহলে কোম্পানি থেকে আপনাকে একটি কাজের অফার লেটার সহ ভিসা আবেদনের প্রয়োজনীয় নথিপত্র পাঠাবে। আপনি সেই ওভার লেটার এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দূতাবাসে ভিসার জন্য আবেদন করবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আপনি লাটভিয়ার কাজে ভিসা পেয়ে যাবেন।

লাটভিয়া ইউরোপের সেনজেন ভুক্ত দেশ হওয়ার কারণে আপনি যদি ওই দেশের সেনজেন ভিসা পান তাহলে সেটি দিয়ে ইউরোপের অন্যান্য দেশে কাজ করার সুযোগ পাবেন।

লাটভিয়া কাজের ভিসায় যেতে কত টাকা লাগে

এতক্ষণে আপনি জেনে গেছেন লাটভিয়া কাজের ভিসা কিভাবে পাওয়া যায়, এখন আপনার মনের প্রশ্ন আসতে পারে বাংলাদেশ থেকে লাতভিয়া কাজের ভিসায় যাওয়ার জন্য কত টাকা লাগে?

এই খরচ নির্ভর করবে আপনি কিভাবে ভিসা প্রোসেসিং করবেন কোনো এজেন্সির মাধ্যমে নাকি নিজে নিজে, যদি কোনো এজেন্সির মাধ্যমে করতে চান তাহলে খরচ একটু বেশি পরবে যেমন কোম্পানি খুঁজে দেওয়া, ভিসা ফি দিয়ে ভিসা প্রোসেসিং করা, প্লেন এর টিকিট সহ আনুষাঙ্গিক বিভিন্ন খরচ একত্রে মোট ৮থেকে ১০ লক্ষ প্রয়োজন হতে পারে। 

আর যদি নিজে নিজে করতে চান বা লাতভিয়া থাকে এমন কোনো পরিচিত বা আত্মীয়র সহযোগিতা নিয়ে করেন তাহলে ৪ থেকে ৫ লক্ষ টাকার মধ্যেই সব কাজ সম্পুর্ন করে কাজের ভিসায় লাটভিয়া পৌঁছাতে পারবেন তবে এ ক্ষেত্রে ভিসা ফি পেমেন্ট করা, ভিসা প্রসেসিং এর কাগজ পত্র প্রস্তুত করা, ভিসা আবেদন করা, প্লেন এর টিকিট করা সহ সকল কাজ নিজে করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপায় এবং ইতালি ভিসা আবেদন করার নিয়ম

লাতভিয়া বেতন কত 

লাটভিয়া একটি উন্নত দেশ হওয়ায় এখানে উচ্চ বেতনে বিভিন্ন কাজ করা যায়, বাংলাদেশ থেকে এই দেশে গিয়ে একজন দক্ষ শ্রমিক ২ থেকে আড়াই লক্ষ টাকা বেতন পেতে পারে আর যদি ওভার টাইম বেশি থাকে তাহলে তা বেতনে সাথে যুক্ত হবে, তবে ঐ দেশের ভাষা সম্পর্কে জ্ঞান থাকলে বিভিন্ন কোম্পানিতে আরো উচ্চ বেতন কাজ পেতে সহায়ক হবে। প্রাথমিক অবস্থায় যদি ভাষা জানা না থাকে এবং কোনো কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে বেতন কিছুটা কম হতে পারে।

শেষকথা: আমরা যে কোনো উন্নত দেশেই চাকরির উদ্দেশ্যে যাই না কেনো প্রথমত অবশ্যই আমাদের সেই দেশের ভাষায় সম্পর্কে জানতে হবে এবং কোনো একটি কাজে দক্ষ হতে হবে। কারণ পৃথিবীর সব দেশেই দক্ষ কর্মীর সুযোগ সুবিধা এবং বেতন বেশি হয়ে থাকে। যাইহোক, আজকে আপনাদের লাটভিয়া যেতে কত টাকা লাগে এবং বাংলাদেশ থেকে লাটভিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, আপনার আরও যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং ইনবক্স করতে পারেন আমাদের FujiTechBD ফেসবুক পাইজে।

FAQ

লাটভিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?

লাটভিয়া এখন মূলত ইউরো (EUR) ব্যবহার করে এবং ১ ইউরো সমান প্রায় ১২০ টাকা।
তাই আমরা বলতে পারি যে লাটভিয়া ১ টাকা সমান বাংলাদেশের ১২০ টাকা।

Leave a Comment