লিথুনিয়া যাওয়ার আগে অবশ্যই জানা উচিত লিথুনিয়া বেতন কত এবং কোন কাজের বেতন বেশি। এ সম্পর্কে জানা থাকলে বিদেশে যাবার আগেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন দেশে গেলে আপনার জন্য ভাল হবে। আজকে আপনাদের জানাবো লিথুনিয়া বেতন কত, লিথুনিয়া কোন কাজের বেতন সবচেয়ে বেশি এবং লিথুনিয়া টাকার মান কত।
এই পোস্ট থেকে যা জানতে পারবেন।
লিথুনিয়া বেতন কত
লিথুনিয়া প্রতি বছর অনেক বিদেশী শ্রমিক কাজের ভিসায় গিয়ে থাকেন কারণ এটি উন্নত একটি দেশ এবং এখানে বেতন সাধারনত অন্যান্য দেশের তুলনায় বেশি। লিথুনিয়ায় একজন শ্রমিকের মাসিক বেতন ১২০,০০০ থেকে ২৫০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে এই বেতন বিভিন্ন কারণে কম বেশি হতে পারে যেমন দক্ষ এবং অদক্ষতার ভিত্তিতে, কোন কাজের একজন দক্ষ শ্রমিক প্রতি মাসে ২৫০,০০০ টাকা বেতন পেতে পারে।
কাজের ক্যাটাগরির উপর ভিত্তি করেও বেতন কম বেশি হতে পারে, লিথুনিয়ায় বিভিন্ন রকমের কাজ রয়েছে এসব কাজের ঘণ্টা প্রতি মজুরি নির্ধারন করা আছে, নিচে আমরা পর্যায়ক্রমে কোন কাজের বেতন কত তা বিস্তারিত আলোচনা করব।
আরও পড়ুন: লিথুনিয়া কোন কাজের চাহিদা বেশি? লিথুনিয়া সর্বনিম্ন বেতন কত
লিথুনিয়ায় ড্রাইভিং কাজের বেতন কত
দুনিয়ার সব দেশেই ড্রাইভিং কাজ অনেক জনপ্রিয়, লিথুনিয়ায় এই কাজের বেতন অনেক ভাল, তবে কাজের ধরন, অভিজ্ঞতা, এবং কোম্পানির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে, কাজের ধরণ সম্পর্কে বলতে গেলে ট্রাক ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার কনস্ট্রাকশন কাজের বিভিন্ন ড্রাইভিং কাজে দক্ষ হতে পারলে এই দেশে ১৫০,০০০ থকে ২০০,০০০ টাকা বেতন পাওয়া যায়।
লিথুনিয়ায় বিক্রয় কর্মীর বেতন কত
লিথুনিয়ায় বিক্রয় কাজ বা দোকানের সেলস ম্যান কাজ বেশ জনপ্রিয়, এই কাজ তুলনামূলক সহজ হওয়ায় বাংলাদেশী প্রবাসীরা এই কাজে আগ্রহী হয়ে থাকে তবে এই কাজে ওভার টাইম কম হওয়ার কারণে বেতন তুলনামূলক কম হয়ে থাকে।
আপনার যদি এই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে সহজেই আয়ত্ত আনতে পারবেন কিন্তু লিথুনিয়ার ভাষা জানা থাকলে এই কাজ আপনার জন্য আরও সহজ হতে পারে এই কাজের বেতন প্রতি মাসে প্রায় ১২০,০০০ থেকে ১৮০,০০০ টাকা হয়ে থাকে তবে কোম্পানী ভেদে বেতনের তারতম্য হতে পারে।
আরও পড়ুন: লিথুনিয়া যেতে কত টাকা লাগে? এবং ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার সহজ উপায়
লিথুনিয়ায় ফ্যাক্টরী কাজের বেতন কত
লিথুনিয়া একটি শিল্পের দিক থেকে অনেক উন্নত একটি দেশ এখানে ছোট বড় অনেক কোম্পানী রয়েছে বাংলাদেশের প্রবাসীদের জন্য এসব ফ্যাক্টরিতে অনেক ভাল বেতনের কাজের সুযোগ রয়েছে, আপনি যদি কোন কাজের উপরে দক্ষতা অর্জন করে লিথুনিয়ায় ফ্যাক্টরী কাজে যেতে পারেন তাহলে অনেক উচ্চ বেতনে কাজ করতে পারবেন। ফ্যাক্টরী কাজের মধ্যে ফুড প্যাকেজিং, বিভিন্ন যন্ত্রের পার্টস চেকিং, খবর তৈরি, উন্নতম, এসব কাজের এবং কোম্পানীর ধরণ ভেদে বেতন বেতন কমবেশি হতে পারে তবে একজন কর্মী ফ্যাক্টরী কাজে লিথুনিয়ায় গিয়ে ১৫০,০০০ থেকে ২০০,০০০ টাকা প্রতিমাসে বেতন পেতে পারে।
লিথুনিয়ায় ফুড ডেলিভারি ম্যানের বেতন কত
লিথুয়ানিয়ায় ফুড ডেলিভারি সেবার চাহিদা দিন দিন বাড়ছে কারণ বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি যেমন Wolt, Bolt এবং Uber Eats-এর মত জনপ্রিয় সেবাগুলো লিথুয়ানিয়ায় ব্যাপকভাবে কাজ করছে। ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার অন্যতম বড় সুবিধা হলো কাজের নমনীয়তা। ডেলিভারি ম্যানরা তাদের সুবিধা অনুযায়ী কাজের সময় বেছে নিতে পারেন, যা অনেকের জন্য এই পেশাকে আকর্ষণীয় করে তোলে। যাদের নিজস্ব গাড়ি বা বাইসাইকেল রয়েছে, তাদের জন্য এই কাজটি বিশেষভাবে লাভজনক হতে পারে।
ফুড ডেলিভারি ম্যানরা প্রতি মাসে সাধারণত ১০০,০০০ থেকে পর্যন্ত বেতন পারেন। যদি কেউ পূর্ণকালীন কাজ করেন এবং দৈনিক বেশি ডেলিভারি করেন, তবে তাদের আয় আরও বেশি হতে পারে। এই আয় মূলত নির্ভর করে কাজের স্থান বা বিভিন্ন শহরের উপর।
আরও পড়ুন: লাটভিয়া যেতে কত টাকা লাগে? এবং যে ৩ উপায়ে লাটভিয়া যেতে পারবেন
লিথুনিয়ায় কৃষি কাজের বেতন কত
লিথুনিয়া একটি কৃষি নির্ভর অর্থনীতি বিশিষ্ট দেশ। দেশের বিভিন্ন প্রান্তে কৃষিকাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার জলবায়ু এবং উর্বর মাটি কৃষিকাজের জন্য উপযোগী, যা দেশটির অর্থনীতিতে অবদান রাখে।
দেশটির কৃষি কাজের মধ্যে সবজি চাষ, গবাদি পশু পালন এবং কৃষি মেশিন অপারেটর বা ট্রাক্টর চালক কাজের চাহিদা বেশি।
লিথুনিয়ায় কৃষিকাজের জন্য বিশেষ করে মৌসুমী শ্রমিকদের চাহিদা বেশি থাকে। ফসল তোলা বা উৎপাদন মৌসুমে কৃষকদের বেশি শ্রমিক প্রয়োজন হয়। এ ধরনের মৌসুমী কাজের জন্য শ্রমিকদের বেতন সাধারণত ঘন্টা হিসেবে নির্ধারণ করা হয়। লিথুনিয়ায় কৃষি কাজে প্রতি ঘণ্টায় ৬ থেকে ১০ ইউরো পর্যন্ত হয়ে থাকে তবে কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে বেতন কম বেশি হতে পারে।
লিথুনিয়া কোন কাজের বেতন সবচেয়ে বেশি
লিথুনিয়ার অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে, তাই বিভিন্ন খাতগুলোতে চাকরির সুযোগও বাড়ছে এবং এর সাথে বেতনও বৃদ্ধি পাচ্ছে। তবে লিথুয়ানিয়ায় কিছু পেশা আছে, যেগুলোর বেতন অন্যান্য কাজের তুলনায় অনেক বেশি।
লিথুয়ানিয়ায় সবচেয়ে বেশি বেতনের কাজগুলোর মধ্যে মোটরগাড়ি মেকানিক, এলেক্ট্রিশিয়ান, নার্সিং, কনস্ট্রাকশন, ওয়েল্ডিং রয়েছে। এই পেশাগুলোতে কাজ করতে চাইলে আপনার ভাষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং দক্ষতা প্রয়োজন।
আরও পড়ুন: লুক্সেমবার্গ বেতন কত? এবং সবচেয়ে বেশি বেতন কোন কাজে?
লিথুনিয়া টাকার মান কত
লিথুয়ানিয়া ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ইউরো ব্যবহার শুরু করে, এর আগে লিথুয়ানিয়ায় তাদের নিজস্ব মুদ্রা লিথাস (LTL) ব্যবহার করা হত। বর্তমানে লিথুয়ানিয়ায় ইউরোই একমাত্র বৈধ মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে ।
বর্তমান ইউরোর মান সম্পর্কে বলতে গেলে ১ ইউরো সমান বাংলাদেশী টাকায় ১৩০ টাকা, যা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে।
শেষকথা : আশা করি লিথুনিয়া বেতন কত, লিথুনিয়া কোন কাজের বেতন সবচেয়ে বেশি এ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি, বাংলাদেশ থেকে লিথুনিয়া যাওয়া সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আমাদের FujiTechBD ফেসবুক পেইজে।
আরও পড়ুন: জাপানে সর্বনিম্ন বেতন কত? এবং সবচেয়ে বেশি বেতনের ৪ টি কাজ
জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
লিথুনিয়া ভিসা প্রাপ্তিতেপেতে কত সময় লাগে?
সাধারণত, ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে।
লিথুনিয়ার কোন শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় বেশি?
ভিলনিয়াস এবং কাউনাস শহরে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি।