সরকারিভাবে জাপান যাওয়ার উপায় হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) এবং International Manpower Development organization(IM Japan) এর উদ্যোগে নির্দিষ্ট কিছু যোগ্যতা নিশ্চিত করার মাধ্যমে। কিন্তু কিভাবে? এটাই আমাদের আজকের আলোচনার বিষয়, সরকারিভাবে জাপান যাওয়ার উপায় এবং এভাবে জাপান যাওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে।
আরও পড়ুন: আমাদের মাধ্যমে জাপানি ভাষা কোর্স করে জাপান যেতে চান? তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন
জাপান পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত। এটি চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত: হোনশু, হোক্কাইডো, কিউশু, এবং শিকোকু। এর আয়তন প্রায় ৩৭৭,৯৭৫ বর্গ কিলোমিটার এবং ২০২৪ সালের হিসাবে জাপানের জনসংখ্যা প্রায় ১২৪ মিলিয়ন (১২.৪ কোটি) আর এই জনসংখ্যা দিয়েই জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং এর জিডিপি অত্যন্ত শক্তিশালী এবং উচ্চমানের প্রযুক্তি এবং শিল্প উৎপাদনে অবদান রাখে।
কিন্তু কিভাবে সম্ভব? এটি সম্ভব হচ্ছে বিদেশী কর্মীদের দ্বারা কারণ জাপানের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বয়স্ক এবং প্রায় ২৯% জনগণ ৬৫ বছর বা তার বেশি বয়সী, তাই তাদের দ্বারা এত উত্পাদনশীল কাজ করা সম্ভব না আর এই কারণেই জাপানে বৈদেশিক কর্মীর চাহিদা অনেক। আর এই কর্মীর চাহিদা পুরুনের জন্য IM Japan সংস্থা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কর্মী যোগান দিয়ে থাকে। IM Japan এর এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে বিনা খরচে সরকারী ভাবে জাপান যাওয়ার সুযোগ রয়েছে।
সরকারিভাবে জাপান যাওয়ার জন্য আমাদের কি কি ধাপ গ্রহণ করতে হবে, কি কি যোগ্যতা প্রয়োজন এবং এভাবে জাপানে গেলে বেতন কত হবে পর্যায়ক্রমে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
পোস্ট এর সূচিপত্র
সরকারিভাবে জাপান যাওয়ার উপায়
BMET কর্তিক পরিচালিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) থেক জাপানি ভাষা শিখে IM Japan ট্রেনিং প্রোগ্রামে ভাষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সরকারিভাবে জাপান যাওয়া যায়।
এখন আমরা একদম শুরু থেকে সরকারি ভাবে জাপানে পৌছানো পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিস্তারি জানব।
জাপানি ভাষা শিক্ষা: সরকারি ভাবে জাপানে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে জাপানি ভাষা শিখতে হবে এবং সেটা অবশ্যই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) থেকে শিখতে হবে। এজন্য আপনাকে আপনার জেলার টিটিসি তে যোগাযোগ করতে হবে এবং জাপানি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে হবে। এই ভাষা শিক্ষা কোর্স মূলত 6 মাস মেয়াদী N5 লেভেলের ভাষা শিক্ষা কোর্স হয়ে থাকে। এভাবে ভাষা শিক্ষার জন্য কোন খরচ প্রয়োজন হয় না।
আরও পড়ুন: জাপানে কোন কাজের চাহিদা বেশি? এবং বেতন কত
IM Japan এর পরীক্ষা: TTC থেকে ভাষা কোর্স সফল ভাবে সম্পূর্ণ করার পর IM Japan কর্তিক ভাষা এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এই পরীক্ষা আপনার বিভাগীয় শহর অথবা ঢাকাতে অনুষ্ঠিত হতে পারে। এই পরীক্ষায় জাপানি আপনি জাপানের কোন কোম্পানিতে আপনি আপনিভাষা সম্পর্কিত সাধারণ প্রশ্ন এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা যেমন: দৌড়, সিটাপ এবং পুসআপ এর মাধ্যমে IM Japan এর পরবর্তী ট্রেনিং প্রোগ্রামের জন্য প্রার্থী নির্বাচন করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি IM Japan ট্রেনিং প্রোগ্রামের জন্য নির্বাচিত হবেন।
IM Japan এর ট্রেনিং: IM Japan এর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিছুদিনের মধ্যে আপনাকে পরবর্তী ট্রেনিং এর জন্য ডাকা হবে। এই ট্রেনিংয়ে মূলত জাপানি ভাষা এবং জাপানের কালচার এবং নিয়ম কানুন সম্পর্কে শেখানো হবে। এই ট্রেনিং ৬ মাস মেয়াদী হয়ে থাকে এবং ট্রেনিং অবস্থায় নিজের খাওয়া খরচ থানা অন্য কোন খরচ দিতে হয় না।
ভিসা প্রসেসিং: এই ট্রেনিং সফল ভাবে শেষ করার পর আপনাকে জাপানের বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ানো হবে এবং মেডিকেল চেকআপ করে প্রয়োজনীয় কাগজ পত্র রেডি করে রাখতে হবে, জাপানের কোন কোম্পানীতে ইন্টারভিউ এর মাধ্যমে সফল ভাবে নির্বাচিত হলে IM Japan
কর্তিক ভিসা প্রসেসিং এর কাজ শুরু হবে। ভিসা প্রসেসিং করতে প্রায় ৬ মাস এর মত সময় লাগতে পারে।
জাপানে ফ্লাই করা: আপনার ভিসা প্রসেসিং এর কাজ শেষ হলে IM Japan থেকে প্লেন এর টিকিট আপনাকে দেওয়া হবে এবং নির্ধারিত দিনে এয়ারপোর্ট পর্যন্ত আপনাকে পৌছে দেওয়া হবে। এবং আপনি পৌছে যাবেন সপ্নের দেশ জাপানে।
আশা করি সরকারিভাবে জাপান যাওয়ার উপায় সম্পর্কে আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: আমাদের মাধ্যমে জাপানি ভাষা কোর্স করে জাপান যেতে চান? তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন
সরকারি ভাবে জাপানি ভাষা শিক্ষা
নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান যেমন TTC থেকে সরকারি ভাবে জাপানি ভাষা শিখা যায়।
এজন্য প্রথমে আপনাকে আপনার নিজ জেলায় অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) তে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজ পত্র দিয়ে ভর্তি হতে হবে। এটি মূলত 6 মাস মেয়াদী বেসিক লেভেলের ভাষা কোর্স যেমন N5, N4। এই জাপানি ভাষা কোর্স সঠিক ভাবে সম্পুর্ন করে IM Japan এর মাধ্যমে সম্পুর্ন বিনা খরচে জাপানে চাকুরীর জন্য যাওয়া যায়।
আরও পড়ুন: জাপানি ভাষা শেখার সহজ উপায়
সরকারি ভাবে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র কোথায়?
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (BMET) এবং BMET কর্তৃক পরিচালিত আপনার নিজ জেলায় অবস্থিত TTC থেকে থেকে সরকারি ভাবে জাপানি ভাষা শিখা যায়।
মূলত 6 মাস পর পর নতুন জাপানি ভাষা শিক্ষা ব্যাচ শুরু হয় তাই নিয়মিত তাদের ওয়েবসাইট ফলো করে সার্কুলার অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত পূর্বক সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ভাষা কোর্স ভর্তি হওয়া যায়।
চলুন দেখেনিই কোথায় কোথায় সরকারি ভাবে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু আছে ,
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ, ঢাকা |
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকা |
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, |
চট্টগ্রাম খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
ঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
নোয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
মাগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
ব্রাক্ষ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ |
ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি, মুন্সিগঞ্জ |
বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি, নারায়ণগঞ্জ |
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি, চাঁদপুর |
ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাট |
পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্ৰ |
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র |
আরও পড়ুন: আমাদের মাধ্যমে জাপানি ভাষা কোর্স করে জাপান যেতে চান? তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন
সরকারিভাবে জাপান যেতে কি কি যোগ্যতা প্রয়োজন?
সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন বা TITP ভিসায় জাপান যাওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা, জাপানি ভাষার দক্ষতা এবং শারীরিক সক্ষমতার যোগ্যতা প্রয়োজন হবে।
চলুন এসব যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাক,
শিক্ষাগত যোগ্যতা: সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপান যাওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ssc পাশ প্রয়োজন হবে।
ভাষার দক্ষতা: জাপানে যাওয়ার জন্য আপনার জাপানি ভাষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিশেষ করে সরকারিভাবে জাপান যাওয়ার জন্য TTC থেকে N5 লেভেলের ভাষা শিখতে হবে।
শারীরিক সক্ষমতা: বিনা খরচে সরকারিভাবে জাপান যাবার জন্য উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে এবং শারীরিক পরীক্ষায় সিটআপ ও পুশআপ দিয়ে পাশ করতে হবে।
আরও পড়ুন: জাপান যেতে শিক্ষাগত যোগ্যতা এবং জাপানে যেতে কত টাকা লাগে
সরকারি ভাবে জাপান গেলে বেতন কত
সরকারিভাবে TITP ভিসাতে জাপানে গেলে বেতন ১,৪০,০০০ থেক ২ লক্ষ ইয়েন হতে পারে এটি নির্বীর করে আপনি কি কাজের উপরে জাপানে যাচ্ছেন যেমন আপনি যদি কোনস্ট্রাকশন কাজে যান তাহলে বেতন বেশি পাবেন কারণ জাপানে কোনস্ট্রাকশন কাজের বেতন অন্যান কাজের তুলনায় বেশি হয়ে থাকে। এছাড়াও জাপানে কাজের বেতন শহর ভেদে ভিন্ন হয়ে থাকে। আপনি যেই বেতনই পান নাকেন সেখান থেকে বাসা ভাড়া, কারেন্ট বিল, পানি বিল, নেনকিন, স্বাস্থ্য বীমা, সহ বিভিন্ন হোকেন বাবদ ৪০ থেকে ৫০ হাজার ইয়েন কেটে আপনাকে বেতন দেওয়া হবে।
সরকারিভাবে জাপান যেতে কি কি লাগে
- জাপানী ভাষার লেভেল N5 বা পর্যাপ্ত দক্ষতা সংক্রান্ত মূলসনদসহ ১ কপি।
- SSC মূল সনদপত্রসহ ১ সেট ফটোকপি।
- ২ কপি পাসপোর্ট সাইজে ছবি।
- বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
- জাতীয় পরিচয়পত্র (National ID) বা জন্ম সনদ (Birth Certificate) মূল কপি সহ ১ সেট ফটোকপি।
- জীবন-বৃত্তান্ত।
আরও পড়ুন: জাপানে সর্বনিম্ন বেতন কত? এবং সবচেয়ে বেশি বেতনের ৪ টি কাজ
উপসংহার: আজকে আপনাদেরসরকারিভাবে জাপান যাওয়ার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এই পোস্ট থেকে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করুন, আর আপনার যদি আরও কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ সপ্নের জাপান এ যুক্ত হতে পারেন অথবা ইনবক্স করতে পারেন FujiTechBD ফেসবুক পেজে।
FAQ
জাপান যেতে কি কি ডকুমেন্ট লাগে?
জাপানী ভাষার লেভেল N5 বা পর্যাপ্ত দক্ষতা সংক্রান্ত মূলসনদসহ ১ কপি।
SSC মূল সনদপত্রসহ ১ সেট ফটোকপি।
২ কপি পাসপোর্ট সাইজে ছবি।
বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
জাতীয় পরিচয়পত্র (National ID) বা জন্ম সনদ (Birth Certificate) মূল কপি সহ ১ সেট ফটোকপি।
জীবন-বৃত্তান্ত।
জাপানি ভাষার নাম কি?
জাপানি ভাষার নাম হলো জাপানি (日本語 – “নিহোংগো” বা “নিপ্পংগো”)।